সুন্দর ভাবে সাজাতে আপনার Windows টি অনেক খোজার পর এবং অপেক্ষার পর পেয়েছেন আপনার কম্পিউটার বা লেপট্রপটি ৷ হয়তোবা কারও কাছ থেকে Gift কিংবা নিজের রোজগার করা অর্থে ৷ হ্যাঁ , অনেকেই তার নিজের windows টকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চান ৷





 হ্যাঁ , তাদের জন্যই আমার আজকের এই সুন্দর পষ্টটি ৷ সুন্দর ভাবে আপনার pc বা windows টিকে সাজাতে প্রয়োজন সুন্দর আইডিয়া , জি দিবো আজকের পষ্টে ৷ 

কি ভাবে সাজাবেন ?

অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কম্পিউটারের ফাইলগুলো ৷ হ্যাঁ ফাইলগুলোকে প্রথমে সারির প্রথম কলাম এ রাখতে পারেন ৷ যেহেতু নিত্য প্রয়োজনীয় হচ্ছে এই This PC নামের ডাটা গুলো ৷ তাই নিঃসন্দেহে এটাকে আপনার pc বা ডেস্কটবের প্রথম সারিতে রাখা যায় ৷


 ২য় সারিতে কি রাখা যায় বলুন-তো , অনেকেই বলবে যে Adobe Photoshop সফটওয়্যার টি তাইতো ! আমিও তাই করি ২য় সারির প্রথম কলামে আমার থাকে Adobe Photoshop সফটওয়্যারটি ৷ ৩য় এবং ৪র্থ সারিতে রাখতে পারেন Google Chrome এবং FireFox ব্রাউজার গুলো ৷ আরও শর্টকাট রাখতে আপনার টুলবারটি সাজাতে পারেন ৷ টুলবারটিকে সাজাতে প্রথমে firefox ব্রাউজারটা দিতে পারেন ৷ এবং পরবর্তী নাম্বার অনুযায়ী Notepad++ ,Microsoft Word Excel ৷



 তাছাড়াও এই শর্টকাটগুলো আপনি win+1 ব টন চাপলেই শর্টকাট এ থাকা এপলগুলো ওপেন হবে ৷ শর্টকাট সাজানোর আরও অনেক অপয়ায় রয়েছে ৷ যা আপনর কম্পিউটার কে অনেক সুন্দর এবং ঝকঝক দেখাবে ৷আপনার বন্ধুরা আপনার এই কম্পিউটার দেখলে অনেক চমকে যাবে প্রায় ৷



 সাধারণত অনেকেই চায় তাদের এইসব প্রায় কম্পিউটারের সকল কাজেই খুব দ্রুত সম্পন্ন হয়ে যাক ৷ এজন্যই মেলত আজকের আমার এই কম্পিউটার সাজানো নিয়ে ছোট্ট এই পষ্টটি ৷ বন্ধুরা আজ অনেক কথা হলও কথা হবে পরবর্তী কনও পষ্ট এ ৷ আজ এ পর্যন্তই ৷