ডাটা খরচ ছাড়াই ইংরেজি শব্দের অর্থ দেখার উপায়
অনেকেই ইংরেজি শব্দের বাংলা উচ্চারন জানতে মোবাইল ডাটা খরচ করে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে থাকেন ৷ কিংবা দেখা গেলো আপনার লিখা ইংরেজি শব্দকে সঠীক বানান কী না তা যাচাই করার প্রয়োজন পড়ে ৷
হ্যা বন্ধুরা ,
আমি নীরব ইসলাম ৷ আজ আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা কনো প্রকার ডাটা খরচ করা ছাড়াই ইংরেজি শব্দের মিনিং বের করতে পারবেন ৷ সাথে ইংরেজি ও বাংলা শব্দের সম্পুর্ন সঠিক ও নির্ভুল বানানটি যাচাই করতে পারবেন ৷
অনেক সময় দেখা যায় যে আপনি একটি সুন্দর বাংলা প্রবন্ধ লিখছেন ৷ লিখতে লিখতে আপনার মনে সন্দেহ জাগলো যে এই বানানটি সঠীক কী না ! হ্যা , ঠিক তখোনি আপনার মোবাইলের কনো ডাটা নেই , তখন কী করবেন ? আজকের আমার এ পষ্টটি আপনারা মোবাইল এর ডাটা ছাড়াই দেখতে পারবেন সব বাংলা সঠীক বানানগুলো ৷
আপনি হয়তো ইংরেজিতে পারদর্শ ৷ কিন্তু মাঝে মাঝে দূই একটা ইংরেজি শব্দের মিনিং ভুলে যান ৷ তখন সঙ্গে সঙ্গে এই আমার নিচের দেখানো এপসগুলোতে সার্ট দিলেই পেয়ে যাবেন ইংরেজি শব্দের এই সঠিক বাংলা বানানটি ৷ তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক ৷


wordmeaning without data

নাম্বার ১ বাংলা Dictonary



শুরুতেই প্লো স্টোর থেকে Bangla Dictonary apps টি নামিয়ে নিন ৷ এপসটি নামার পর install করে অপেন করুন ৷
অবশেষে আপনার কাঙ্খিত ইংরেজি শব্দটি বাংলা অর্থের জন্য সার্চ দিন ৷ পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ফলাফোলগুলো ৷ এরপর আশি যদি আপনি বাংলা বানানগুলো সঠীক কি না তা যাচাই করতে চান অবশ্যই আপনাকে বাংলা লিখত যানতে হবে ৷ তারপর আপনার পছন্দের শব্দটি বাংলায় লিখে বা শব্দটি সার্চ দিন ৷

নাম্বার দুই অভ্র কিবোর্ড



বাংলা শব্দের জন্য বেশ জনপ্রিয় এবং ব্যবহার যগ্য এই এপস ৷ বর্তমানে প্লে স্টোর এ কয়েক মিলিয়ন ডাউনলোডকৃত এপটি অনেক সহযোগিতা করে বাংলা ভাষাকে উপরে নিয়ে যেতে ৷ তাছাড়াও এপসটিতে রয়েছে অনেক সুন্দর বাংলা ভাষার থিমস ৷ রয়েছে সম্পুর্ন বাংলা কিবোর্ড , যাতে বাংলা ভাষা শেখা হয় অনেক সহজ ৷ সবথেকে বড় ফিচার হলো এটিতে পুরো বাংলা শব্দের ভান্ডার রয়েছে ৷ যেকনো বাংলা শব্দ ! আপনি যখন বাংলা লিখবেন ঠিক কিবোর্ডের উপরে বাংলা শব্দের এই বিঙ্গপ্তি বারটি দেখাবে ৷ ওখানে টেপ করলেই টাইপ হয়ে যাবে ঐ ভাষাটি ৷ তাছাড়াও রয়েছে কোডিং করার অথ্যাৎ বিভিন্ন ভাষার প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন সার্টকার্ট আইকন গুলো ৷ যার ফলোখুব সহজেই প্রোগ্রাম দূত লিখা বা টাইপ করা যায় ৷ অনেক সহজ ভাবে ব্যবহার করা যাবে এই এপসটিকে ৷ এপসটি অনেক স্মুত এবং অনেক ঝকঝকা ও ঠান্ঠা পরিবেশ ৷

নাম্বার তিন Redmik Kyebord



ইংরেজি থেকে বাংলা লিখার জন্য বেশ ব্যবহার যগ্য এই এপসটি ৷ বর্তমানে প্লে স্টোর এ প্রথম ২০ কিবোর্ডের ভিতরে এই সুন্দর এপস টি জায়গা করে নিয়েছে ৷ যদিওবা বাংলার জন্য এপসটি তৈরি হয়েছে কিন্তু এর সবথেকে সুন্দর ফিচারটি হলো আপনি ইংরেজিতে কনো কিছু লিখলে তা বাংলা লিখায় রুপান্তর হয়ে যাবে ৷ রয়েছে অনেক থিমস এবং নাইড মোড ভার্সন ,রয়েছে চোখ সুরোক্ষা দেয়ার আই প্রটেকশন্স ব্রাইটনেস ৷ অবশ্যই আপনাদের এপটটি ভালো লাগবে সেজন্যই আপনাদের মাঝে শেয়ার করা ৷
আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ৷ আল্লাহ হাফেজ ৷