সুন্দর এই ইন্টারনেটের জগতে খুব কম সময়েই যে কনও কিছু খুঁজে বের করবেন কি ভাবে ৷
অনেকেই বিভিন্ন সার্চ ইনজিনের সঙ্গ পরিচিত ৷ অনেক জনপ্রিয় সার্চ ইনজিনগুলো হলও google.com , yahoo.com ,b ing.com ইত্যাদি সার্চ ইঞ্জিন ৷এই সার্চ ইঞ্জিন আসার ফলে নিত্য দিনের প্রয়োজনীয় জন্মিসগুলো সহজেই সার্চ করে খুঁজে বের করা যায় ৷ তাছাড়াও এসব সার্চের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় ডাটা গুলো সহজেই খুঁজে বের করা সম্ভব ৷
ধরুন আপনি আপনার পছন্দের গানটি খুঁজতে চাইছেন ৷ সার্চ ইঞ্জিন এর সার্চ বার এ গিয়ে আপনার গানটির প্রথম লাইনটি সঙ্গে লিখুন Song ৷ পেয়ে যাবেন আপনার পছন্দের প্রিয় গানটি ৷ঠিক তদৃপি ভিডিও গানগুলির ক্ষেত্রেও তদূপি সার্চ দিতে হবে ৷
যদি হয় কনও ভিডিও গান বা কনও ছবি তাহলে ছবির নামের সঙ্গে movi যোগ করে দিন ব্যাস ৷
আবার যদি কনও বিষয়ে তথ্য খুঁজতে চান তবে সেই শব্দটি ইংরেজি তে লিখুন এবং শেষে লিখুন info ৷ দেখবেন widipedia পর্যন্ত আপনাকে তথ্য খুঁজতে সাহায্য করবে ৷
আবার ধরুন আপনি দক্ষ প্রোগ্রামার , কিন্তু পোগ্রামিং এর কনও এক Loop সমাধান করতে করতে আটকে গেলেন ৷ চলে যান সার্চ ইঞ্জিনে এবং সেখানে আপনার প্রোগ্রামটির নাম লিখে শেষে .js অথবা .c দিলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত প্রোগ্রামিং টির আসল সমাধানটি ৷
অন্যদিকে অনেক গণিতের সমাধান থেকে শুরু করে রাসায়নিক যৌগ-দ্বয়ের নামসহ খুঁজে বের করা যায় ৷ যার জন্য আপনাকে শব্দের শেষে Math Solurion অথবা Chimilal Name দিতে হবে ৷
বিভিন্ন ওয়েবসাইটের সকল তথ্য গুলো যেগুলো বেশি ব্যবহ্নত হয়েছে সেগুলো খুঁজে বের করতে site:yoursite.com এভাবে লিখতে হবে ৷
সার্চ ইঞ্জিনের এসব শর্টকাট গুলো জানা থাকলে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা সম্ভব ৷ এবং অনেক সময় ব্যয় হওয়া থেকে বাঁচা সম্ভব ৷
আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ৷ আল্লাহ হা-ফেজ ৷ দেখা ও কথা হবে অন্য কনও পষ্ট এ ৷
0 Comments