- ধর্য থাকতে হবে ৷
- ইনভেস্ট করার জন্য অর্থ থাকতে হবে ৷
- পরিশ্রম করতে হবে রাত জেগে ৷
- ডমেন রিসার্চের জন্য বুকমার্কে সুন্দর ডোমন টুল গুলো save থাকতে হবে ৷
- DA ,PA এবং Google Rank সম্পর্কে জানতে হবে
ডোমেন বিসনেস বা মার্কেটিং এর মূল কথা হচ্ছে ডোমেন এর শব্দ টি যতো সহজ আর ছোট হবে ডোমেন ভেলু ততো বেশি হবে ৷ আচ্ছা ডোমেন ভেলু টা আবার কী ? ডোমেন ভ্যালু হলো ডোমেন মার্কেট এ ডোমেন এর যতো টাকায় বিন্ত্রি হবে ৷ আপনি যদি সহজ উচ্চারন এর শদ ব্যবহার করে ডোমেন খুজে কিনেন তবে আপিনার ডোমেন টির ভ্যেলু বেশি হবে ৷ বুঝতেই তো পারছেন বিজনেস শুরু করতে একটু রিসার্চ তো করার লাগবেই ৷
তো চলুন শুরুকরা যাক আজকের এই পষ্টটি
ডোমেন বিজনেসএ ধোর্য থাকতে হবে ৷
আসলেই এই ধোর্য ধরে রাখতে হবে কতক্ষন ? ধোরর্যের সঙ্গে ডমেন বিসনেস এর সম্পর্কী কী ?আসলেই ডোমেন মার্কেটীং এর প্রথম শর্ত হলো অনেক সময় অপেক্ষা করা ৷ আপনার অর্থ অনেক দিন ধরে মার্কেটিং এ শেয়ার করা ৷ যার ফলে আপনার ডোমেন এর বয়স বেশি হবে বিধায় সহজেই আপনি অনেক লাভের মুখমুখি হবেন ৷ তাছাড়াও ডোমেন বেচার সময় দেখা গেলো যে ডোমন কেনার কাস্টমার অনেক দেরিতে আসছে ৷ এক্ষেত্রে ধর্য হারা হলে চলবে না ৷ অনেক মনোবল নিয় বছরের পর বছর অপেক্ষা করে যেতে হবে কাস্টমারের জন্য ৷আবার কওনও দেখলেন একটা ডোমেন কেনার কিছু দিনের ভিতরেই কাস্টমার পেয়ে গেলেন ৷
ইনভেস্ট করার জন্য অর্থ থাকতে হবে ৷
একসাথে ডোমেন কিনে রাখার জন্য প্রয়োজন অনেক অর্থের ৷ সাথে এই ডোমেন মার্কেটিং বিজনেস এ খেয়াল করতে হবে ডোমেন গুলো রিনিউ করতে যতোাখরচ হবে ,সেই টাকা বা অর্থগুলি আপনার ফান্ড এ আছে কী না ? যদি থাকে তবেই সে হিসেবে ডোমেন বাই করতে হবে ৷ অন্যথায় ডোমন কিনে মুসকিলে পড়ে যাবেন ৷পরিশ্রম করতে হবে রাত জেগে ৷
কী ভাবে এই পরিশ্রম করবেন রাত জেগে ? রাত জেগে পরিশ্রোম করার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যে রাতে অনেক এক্সপাড়ার্ড ডোমেন এবেললেবেল হয় ৷তাই রাতেই অনেক ডোমেন কেনা শ্রেয় , এবং এ জন্যই রাত্র জেগে ডোমেন মার্কেটার দের কাজ করতে হয় ৷ আর আপনারাও যদি শুরু করতে চাই এই বিজনেজ টি ৷ তাহলে আপনাদেরও এই অভ্যাসটি গড়ে তুলতে হবে ৷ আপনারা চাইলেই এই ওয়েবসাইট এ এক্সপিয়ার্ড ডোমেনগুলোর লিস্ট দেখতে পারেন৷ Expireddomains.netডমেন রিসার্চের জন্য বুকমার্কে সুন্দর ডোমন টুল গুলো save থাকতে হবে ৷
ডোমেন রিসার্চ করার জন্য অবশ্যই আপনাদের কে অন্য ওয়েবসাইট এর প্রয়োজন হবে ৷ যেমন whois.com যেখানে কনো ডেমেন এর বয়স কত , কত সালে তৈরি হয়েছে ইত্যাদি দেখতে এসব টুলগুলো ব্যবহার হয় ৷ গুগোলে এরকম অনেক টুলস পাবেন ৷ আর হ্যা অবশ্যই টুলসগুলো খুজে বের করার পর বুকমার্ক এ সেইভ করে রাখবেন ৷ যতে অন্য সময় সেগুলো সহজেই খুজে পাওয়া যায় ৷DA ,PA এবং Google Rank সম্পর্কে জানতে হবে
ওয়েবসাইট seo কিনা এটা কী ভাবে বুঝবেন ৷ হ্যা এটা মূলট DA ,PA এবং backlink এর মাধ্যমেই বোধা সম্ভব ৷ একটি পুরাতন কনো ডোমেন এ আযনি বড় ধরনের ইনভেস্ট করতে চাইলে অবশ্যই DA PA এর দিকে নজর দিতেই ডোমেন কেনা উচিত ৷ অন্যথায় আপনার এই ডোমেন মার্কেটিং এর ক্ষতি হতে পারে ৷আশা করি আজ সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি ডোমন মার্কেটিং নিয়ে ৷ আর কনো প্রশ্ন থাকলে ইনবক্স এ জানান ৷ আজ এ পর্যন্তই ৷ ভালো থাকবেন ভালো রাখবেন ৷ডোমেইন মার্কেটিং বিজনেস এ স্পেমি স্কোর ও কিছুটা প্রভাব ফেলে ৷ যেমন ধরুন আপনি কনো এক্সপায়ার্ড ডোমেন কিনতে গেলে খেয়াল রাখতে হবে যাতে বেশি স্পেম স্কোর না হয় ৷ ডোমেন সার্চ টুল এর ক্ষেত্রে অবশ্যই Google Domain সার্চ টুল ব্যবহার করবেন ৷ কেননা কনো কনো মার্কেটপ্লেস গূলোতে সার্চ হিস্টোরি কালেক্ট করে রাখে ৷ সুন্দর ডোমেন খোজা প্রায় মুসকিল বেপার এখন ৷
আপনাকে খুজে বের করতে হবে একটি ইউনিক নেইম ৷ নেম খোজার ক্ষেত্রে মনে রাখতে হবে যাতে বেশি ভোক্তা আকৃষ্ট হয় এবং নামের অক্ষর গূলো সুন্দর এবং স্পস্ট হয় ৷ বড় কোম্পানির নামগুলো ভালোভাবে চেক করুন ৷কখোনও কখোন স্পেলিং অনেক ভুল হয়, স্পেলিং ভূল হলে আপনঅর ব্যবস্যার ত্রনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই সে দিকে বিশেষ ভাবে খেয়াল করেই ডোমেন নেম নিবন্ধন করতে হবে ৷
0 Comments