অনেকেই ইউটিউব থেকে অর্থ উপার্জন করে থাকেন ৷ অন্যকে পড়ালেখা শিখিয়ে , টেকনোলোজি নিউজ ভিডিও তৈরি করে , খাবার দাবাড়ের রেসিপি তৈরি করে ৷ ইউটিউব থেকে অর্থ উপার্যনের জন্য শুরুতেই আপনাকে কিছু সর্ত পূরণ করতে হবে ৷
অন্যকে শিখিয়ে আয় করুন :
যেমন তাদের ১ম সর্ত হলও আপনার তৈরিকৃত বা ধারণকৃত ভিডিওগুলো অবশ্যই ইউনিক হতে হবে ৷ ইউনিক বলতে আপনার ভিডিওগুলোতে প্রথমে এবং শেষে একটি ইনট্র থাকতে হবে ৷ অন্যদিকে ভিডিওগুলো অবশ্যই ১০ মিনিটের ভিতরে হতে হবে ৷ অনেকেই ফেসবুক অডভেটাইস এর সঙ্গে যুক্ত ৷


ফেসবুকের মিউটেশন্স এর মতেই ইউটিউব এর ভিডিওগুলোও সাজিয়ে তৈরি করলেই হবে ৷
তবে একটু ফেসবুক থেকে ইউটিউব একটু ভিন্ন ৷
Google এর এই Youtube ভিডিও সাইট টিতে অর্থ আয় করতে হলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ৷

ভিডিও আপলোডের জন্য প্রয়োজন সুন্দর একটা চ্যানেল নাম ৷ Youtube চ্যানেল কীভাবে খুলতে হয় এ নিয়ে অনেক আর্টিকেল আছে ইউটিউবে , ওখান থেকে পড়ে নিতে পারেন ৷
মূলত চ্যানেল খোলার পর দ্বিতীয় কাজ হলও আপনার ইউটিউব চ্যানেলটিকে এক হাজার সাবসক্রাইব এবং ৪হাজার ঘণ্টা ওয়ার্স টাইম পুরন করা, যদিও এটা ১ বছরের ভিতরে করতে হবে ৷ সে হিসেবে ভালো মানের ভিডিও হলে খুব শীঘ্রই ১ হাজার সাবস্কাইব এবং ৪ হাজার ঘণ্টা ওয়াসটাইম চলে আসবে ৷ তারপর হলও মিউটেশন্স এর জন্য আবেদন এর পালা ৷

যদি শর্তগুলো পরন হয় অর্থাৎ আপনার চ্যানেল এ ১ হাজার সাবসক্যাইভ এবং ৪ হাজার ওয়ার্স টাইম পুড়ন হয় তখন আপনি এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন ৷ এবং এডসেন্স এপ্রুভাল পেলেই তারপর থেকেই অর্থ উপার্যন করতে পারবেন ৷

কিছু ট্রিক :
1. Subscribe টার্গেট পূরণ করতে আপনার আপলোড-কৃত ভিডিওগুলোর লিংগুলো বিভিন্ন ছোসাল মিডিয়ায় শেয়ার করুন ৷
2.ওয়াস চাইম অর টার্গেট পূরণ করতে আপনার বন্ধুদের সাথে ইপলোড কৃত লিংকটি শেয়ার করুন ৷
3.অন্যের কপি করা কনটেন্ট ইউটিউবে দিয়ে কোনো লাভ হবেনা। নিজের ইউনিক ভিডিও তৈরি করুন। তবে, অন্যান্য ভিডিও গুলির থেকে কিছু আইডিয়া অবশই নিতে পারবেন।

আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন ,ভালো রাখবেন ৷