অনেকেই নতুন এন্ডয়েট ফোন দিয়ে ভাবে যে ফোনের কিবোর্ডের বাটনগুলো এতো এলোমেলো কেন ৷
তাছাড়াও যারা প্রথম এন্ডয়ে-ট ব্যবহারকারী তাদের কাছে একটু কষ্টকর মনে হয় এই এলোমেলো কিবোর্ডের সাজানো অক্ষরগুলোকে ৷
কেনই বা মনে হবেনা , ছোটবেলা থেকেই তো পড়ে এসেছি যে প্রথমে a তারপর b এবং সর্বশেষে থাকে z ৷ কিন্তু একি এন্ডয়ে-ট থেকে শুরু করে windows এর ক্ষত্রে তা ব্যেতিন্ত্রম কেন ৷
sepakears

আসলে keybord এর সার্কিটটি মূলত বাইনরই গেট দিয়ে তৈরি ৷ তখন ইঞ্জিনিয়ার রা যেটি খুব কাছে কাছে অর্থাৎ যে লজিক গেইটগুলো সুবিধা মনে হয়েছে সে অনুযায়ীই তৈরি হয়েছে মূলত এই এলোমেলো কিবোর্ডগুলো ৷



অনেকেই এই এলোমেলো কিবোর্ডের বাটন গুল চালাতে অসুবিধা মনে করেন ৷ তাদের জন্য আজকের আমার এই পষ্টটি ৷
তাছাড়াও অনেকেই দেখা যায় খুব ধীরগতিতে লিখার জন্য অনলাইন চার্ট নামের এই সুবিধাকে ভয় পায় ৷ তাই আজকে এর সমাধান দেয়ার চেষ্টা করবো ৷ কেমন হয় যদি মুখে কনও কথা বলেই সঙ্গে সঙ্গে তা লিখায় পরিণত হয় ?


হ্যাঁ , আপনি বলবেন অবশ্যই ভালো হবে তাইতো ৷ সময়ও বাঁচবে সাথে হাত দিয়ে লিখতে লিখতে আবার অন্যকেই হাতের ব্যথা থেকে মুক্তি পাবে ৷
তো চলুন শুরু করি আজকের এই ছোট্ট পষ্টটি ৷ শুরুতেই বলি অনেক ফোনে এটা ডিফল্ট ভাবে কিবোর্ড এ দেয়াই থাকে ৷ তবে আপনি চাইলেই google keybord লিখে প্ল স্টোর এ সার্চ দিলেই পেয়ে যাবেন কিবোর্ড টি ৷
ইন্সটল দেয়া হয়ে গেলে এপসটি ওপেন করুন ৷
এবং নিচের সাইট কর্নারে একটি সেটিং বাটন দেখতে পাবেন ,ওটাতে চেপে ধরুন ৷ আপনি কন ভাষায় কথা বলতে চাচ্ছেন ওটা চেপে সিলেক্ট করে দিন ৷ আমি বাংলা ভাষায় কথা বলতে চাচ্ছি সেজন্য বাংলা টি সেট করে দিয়েছি ৷ সর্বশেষে নিচে আপনার সামনে একটি মাইক্রোফোনের আইকন শো করবে ৷ ওটাতে চেপে ধরে আপনি যে লিখাগুলো টাইপিং করতে চাচ্ছেন ওগুলো বলুন ৷ দেখবেন আপনা আপনিই লিখা হয়ে যাবে ৷ আপনি চাইলেই বলতে পারেন আপনার প্রিয় গানটি কিংবা আপনার প্রিয় বার্তা মেসেজটি ৷ যার জন্য আপনাকে কনও প্রকার টাইপিং বা কিবোর্ড এ লিখার প্রয়োজন হচ্ছে না ৷ এভাবে আপনি চাইলেই মেসেজ এ বন্ধুদের সাথে বাড়তা পাঠাতে পারবেন ৷

এই ভয়ে-স কীবোর্ড রাইটিং এর ভলে খুব দ্রত বার্তা লিখা যায় ৷ তবে কিছু কিছু ক্ষেতে এই ভয়ে-স টাইপিং একটু কম কাজ করে ৷ যেমন ধরুন যেখানে একটু বেশি মানুষের সমাগম বা উচ্চ শব্দ যেখানে এটা অবশ্য কম কাজ করে ৷ তাছাড়া আপনার microphone ভার্সন েবশি হলে খুব ভালোই কর্জ করবে ৷ কিন্তু যাদের কিন্তু যাদের microphone ভালো তাদের ফোনে কনও সমস্যা হবে না