হ্যাল বন্ধুরা , 

আপনার ফোনের রাখা ফাইল এবং ডাটাগুলো সুরোক্ষিত রাখার উপায়গুলো নিয়ে আজকের আমার এই পষ্ট ৷ অনেক সময় দেখা যায় ভুল করে প্রয়োজনীয় তথ্য গুলো মুছে যায় ৷ অথবা আপনার নিত্যপ্রয়োজনীয় তোলা ছবিগুলো ভুলে মুছে গেলে অনেক ক্ষতি হয়ে যায় ৷ এজন্য মূলত কনো ক্লাউড সার্ভারের সহোযোগিতা নিতে হয় ৷
আপনার ঐ সকল ডাটা গুলো একটি নিরাপদ সুরোক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনঅর যেকনো তথ্য সেখানে আপলোড দিয়ে রাখতে পারবেন ৷ এবং পরবর্তী তে সেখান থেকে ডাউনলোড দিয়ে সেভ করে রাখতে পারবেন ফোনের মেমোরি কার্ড অথবা আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক এ ৷ 
মূলত বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে তাদের মধ্য 
  1. Google Drive
  2. DropBox
  3. Microsoft file
ইত্যাদি বিশেষ ভাবে ব্যবহ্যাত সার্ভিস গুলোর মধ্য একটি ৷ এদের যে কনো একটি আপনি ব্যবহার করতে পারেন ৷ ধরুন আপনি গুগোল ড্রাইভ এ আপনার গুরুত্বপুর্ন তথ্যগুলো রাখতে চাচ্ছেন ৷ প্রথমে Google Drive এপস টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ৷ অথবা Apple Store এও পাবেন এই চাইলে সেখান থেকেও চালাতে পারেন ৷ 


অন্যদিকে সরাসরি ব্রাউজার থেকেও আপলোড করে রাখতে পারবেন আপনার পছন্দের প্রিয় জিনিসগুলো ৷ এপসটি অপেন করে প্লাস আইকনে চেপে আপনার তথ্যগুলো আপলোড দিতে পারবেন ৷এবং পরবর্তি তে আবার ঐ ফাইলগুলো মেমোরিতে ডাউনলোড করতে ঐ ফালটির ওপরে চাপুন এবং ডাঅনলোড ঘর এ চাপলেই শুরু হবে অপনা আপনিই ডাউনলোড ৷ সুন্দর এই ট্রিকটি কাজে লাগিয়ে সুরক্ষিত রাখতে পারেন আপনার ফোনের ডাটাগুলো ৷ আবার যে কনো প্রয়োজনে আবার ডাউনলোড করে ব্যবহারও করতে পারবেন ৷ এটা মূলত বিশেষ করে যারা কনো চীাকরির জন্য অপ্লাই করে তাদের এডমিট কার্ড গুলো সংরক্ষন করে রাখার দারুন একটা ট্রিক ৷