হ্যালো বন্ধুরা , আজ কথা বলবো কি ভাবে ইন্টারনেটের গতিকে ফাস্ট করা যায় ৷ ইন্টারনেটে থাকায় এখন নিত্যদিনের কাজগুলো বেশ সহজ করে দিয়েছে ৷ আপনার অফিসের কাজগুলোও সহজ হয়ে আসছে অনেক এই ইন্টারনেট ব্যবস্থার জন্য ৷ ধরুন আপনি বাড়িতে বসে আপনার প্রিয় মুভিটা দেখছেন ৷ হটাৎ করেই আটকে গেলো তো গেলোই দুই কিংবা তিন মিনিট পর কানেক্ট হচ্ছে ৷ অথবা আপনি অনলাইনে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ৷ কথা বলতে বলতে আটকে গেলো আপনার ইন্টারনেট ৷ আজ এ সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি ৷ তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের আমার এই ছোট্ট পষ্টটি ৷ পষ্টশুরুতেই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ৷ কয়েকটি উপায় অবলম্বন করলেই ইন্টারনেটের স্পিড অনেক ফাস্ট হয় ৷ 

  1. আপনার রাউটার মাঝে মাঝে রিসেট দিন
  2. প্রতিদিন রাউটার ১০ মিনিট বন্ধ রাখুন
  3. ​ভিপিএন ব্যবহার থেকে বিরত থাকা
  4. Ping সার্ভার কানেক্ট করে রাখুন


আপনার রাউটার মাঝে মাঝে রিসেট দিন

রাউটার মাঝে মাঝে Hang বা CRUSH খায় নেটওয়ার্ক জ্যামের কারণে ৷এটা মূলত এই রাউটারের সমস্যার জন্য নয় একটানা অনেকক্ষণ ধরে ইন্টারনেট চললে যা হয় আরকি ৷ তবে মাঝে মাঝে রিসেট দিলে এই সমস্যা টা পরবর্তীতে আর হবে না ৷ তাছাড়াও নেট অনেক সময় চলতে চলতে আটকে যায় ৷ মূলত এটা দেয়ার ফলে কিছুটা হলেও আটকাবে না ৷ ইন্টারনেটের এই জগতে সুন্দর সুন্দর মুভি গুলো অনলাইনে দেখার জন্য অবশ্যই প্রয়োজন সুন্দর ও স্মুথ ইন্টারনেট ৷ 

রাউটার ১০ মিনিট বন্ধ রাখুন

অনেক সময় রাউটারগুলো একটু তাপমাত্রা বেড়ে যায় ৷ যার ফলে রাউটারের মধ্য সেট-কৃত প্রোগ্রামগুলো একটু ধীরগতি হয়ে যায় ৷ ফলে ইন্টারনেটের গতিও অনেক ধীর হয়ে যায় ৷ সেজন্য অবশ্যই প্রতিদিন অনন্ত পক্ষে রাউটার টি ১০ মিনিট হলেও বন্ধ রাখার চেষ্টা করুন ৷ 

​ভিপিএন ব্যবহার থেকে বিরত থাকা

অনেকেই অনেক সাইটকে আনব্লোক রাখার জন্য VPN ব্যবহার করে থাকে ৷ মূলত VPN ব্যবহারে রাউটারটিরও IP এর চেঞ্জ লক্ষ করা যায় ৷ যার ফলে আপনার পাসওয়ার্ড সুরক্ষা ব্যবস্থা তো দুর্বল হবেই হবে ৷ সাথে আপনার ইন্টারনেট গতিও কিছুটা ধীরগতি হয়ে যাবে ৷ সে তুলনায় চেষ্টা করুন vpn ব্যবহার থেকে দূরে থাকার ৷ 

Ping সার্ভার কানেক্ট করে রাখুন

সার্ভার মূলত কনও Vpn নয় ৷ এটা শুধু আপনার নেটওয়ার্ক টেনে ধরে রাখে মাত্রই ৷ বিভিন্ন ধরনের সার্ভারের এস রয়েছে ওগুলো ব্যবার করতে পারেন ৷ তবে আমার সাজেসন্স মতে ping google.com এবং ইন্টার এ চেপেই যে সার্ভারটি কানেক্ট হয় ঐ সার্ভার টাই মূলত অনেক সুন্দর এবং ব্যবহার যোগ্য একটি সার্ভিস ৷