গুগোলের মতো আর কী কী সার্চ ইঞ্জিন আছে ইন্টারনেটের জগতে
গুগোল সার্চ ইঞ্জিন কেই বা না জানে ৷ ছোট্ট শিশু বাচ্ছা থেকে শূরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত যানে গুগোল কে ৷কিন্তু হ্যা প্রশ্ন টা হচ্ছে শুধু কী গুগোলই রয়েছে যেটাতে সার্চ করা যায় ৷ আর অন্য কনো সার্চ ইঞ্জিনের মতো কনো অয়েবসাইট আছে কী ?
হ্যা , বন্ধুরা অবশ্যই আছে ৷ পৃথিবীতে প্রায় কয়েক বিলিয়ন ওয়েবসাইট রয়েছে যা গুগোল ইনডেক্স করে ৷
গুগোলের মতো অরকম আরো সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো তে সার্চ করলে পাওয়া যায় সঠিক ফলাফল ঠিক গুগোলের মতোই ৷
সার্চ ইঞ্জিনগুলো আসলে কীভাবে চলে ?
সার্চ ইঞ্জিনগুলো মূলত এক ধরনের রোবট দ্বারা পরিচালিত হয় ৷ আর এ রবটগুলো এক দিশেষ ভাষার প্রগ্রাম দিয়ে তৈরি ৷ যা তৈরি করছে হাজার হাজার প্রগ্রামার রা মিলে ৷ গুগোল বোট কিংবা অন্য সার্চ ইঞ্জিনের রবটগুলো বিভিন্ন ওয়েবসাইটের ডাটাগুলো এক নিদৃষ্ট সময় পর পর আপডেট হয় ৷ যার ফলে কেউ গুগোল যে কনো কিছু সার্চ করলে সহজেই পেয়ে যায় ৷
আজ আমি আপনাদের সাথে ঠিক ঐ সহল সার্চ ইঞ্জিনগুলোই শেয়ার করবো যেগুলো বেশ পপুলার এবং অনেক জনপ্রিয় ৷
মূলত প্রত্যেক সার্চ ইঞ্জিনের প্রগ্রামার গুলো ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করা হয় ৷ এজন্যই মুলত কনো সাইট কনো সার্চ ইঞ্জিনের প্রথমে পেজএ হয় আবার কনো সাইট সবার শেষ এ হয় ৷ তবে ঠীক মতো SEO করানো থাকলে অবশ্য খুব শিঘ্রই প্রথম পেজ এ অবস্থাম করে সাইটগুলি ৷
গুগোল সার্চ ইঞ্জিন কেই বা না জানে ৷ ছোট্ট শিশু বাচ্ছা থেকে শূরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত যানে গুগোল কে ৷কিন্তু হ্যা প্রশ্ন টা হচ্ছে শুধু কী গুগোলই রয়েছে যেটাতে সার্চ করা যায় ৷ আর অন্য কনো সার্চ ইঞ্জিনের মতো কনো অয়েবসাইট আছে কী ?
হ্যা , বন্ধুরা অবশ্যই আছে ৷ পৃথিবীতে প্রায় কয়েক বিলিয়ন ওয়েবসাইট রয়েছে যা গুগোল ইনডেক্স করে ৷
গুগোলের মতো অরকম আরো সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো তে সার্চ করলে পাওয়া যায় সঠিক ফলাফল ঠিক গুগোলের মতোই ৷
সার্চ ইঞ্জিনগুলো আসলে কীভাবে চলে ?
সার্চ ইঞ্জিনগুলো মূলত এক ধরনের রোবট দ্বারা পরিচালিত হয় ৷ আর এ রবটগুলো এক দিশেষ ভাষার প্রগ্রাম দিয়ে তৈরি ৷ যা তৈরি করছে হাজার হাজার প্রগ্রামার রা মিলে ৷ গুগোল বোট কিংবা অন্য সার্চ ইঞ্জিনের রবটগুলো বিভিন্ন ওয়েবসাইটের ডাটাগুলো এক নিদৃষ্ট সময় পর পর আপডেট হয় ৷ যার ফলে কেউ গুগোল যে কনো কিছু সার্চ করলে সহজেই পেয়ে যায় ৷
আজ আমি আপনাদের সাথে ঠিক ঐ সহল সার্চ ইঞ্জিনগুলোই শেয়ার করবো যেগুলো বেশ পপুলার এবং অনেক জনপ্রিয় ৷
অনেক বেশি জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিন সাইট গুলো:
- Google.com
- Yahoo
- DuckDuckGo
- Bing.com
মূলত প্রত্যেক সার্চ ইঞ্জিনের প্রগ্রামার গুলো ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করা হয় ৷ এজন্যই মুলত কনো সাইট কনো সার্চ ইঞ্জিনের প্রথমে পেজএ হয় আবার কনো সাইট সবার শেষ এ হয় ৷ তবে ঠীক মতো SEO করানো থাকলে অবশ্য খুব শিঘ্রই প্রথম পেজ এ অবস্থাম করে সাইটগুলি ৷
0 Comments