আন্টারনেট এর জগতে প্রতিদিন অনেক মানুষকে লোকা বানিয়ে দুর্বিততরা অনেক অর্থ হাতিয়ে নিচ্ছে ৷ বিভিন্ন প্রগ্রামিং অ্যাপ কৌশলে ছবে বলে আপনাকে ভুলিয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলতে পারে এই ভয়াবোহ দুর্বৃত্তরা।
save from hacking
এইরকম ব্যাংক একাঊন্ট খালি হওয়ার ঘটনা আজ ইন্টঅরনেটূ রহ রহ ঘটছে ৷ তাই আজ আপানাদের এসব সাইবার দুর্বৃত্তেদের হাত থেকে বাচানোর জন্য লিখতে বসলাম আমার এই ছট্ট একটি পষ্ট ৷ আশা করি পষ্টটি পড়ার পর দুর্বৃত্তেদের এই দুষ্টু কবর থেকে পড়া বিরত থাকবেন ৷




কোন কোন উপায় হ্যেকার রা হেকিং করে থাকে ?

হ্যোকার রা মূলত ফিলিং,বুরটফোর্স, কিলোগিং,সাইবার এটাক ইত্যাদির মাধ্যমে অন্যকে ক্ষতি সাধন করে থাকে ৷ এর জন্য তাদের প্রয়োজন আপনার ফোনে বা কম্পিউটারে এক বিশেষ ধরনের প্রগ্রাম ইনইস্টল দিয়ে দেয়া ৷ এবং আপনার ফোনের সংরক্ষনে থাকা পাসওয়র্ড গুলো এনক্রিপস্ট করে নিয়ে নেয়া ৷ এ থেকে আমাদের সকল ইন্টারনেট ব্যবহার করি ব্যাক্তিদের সচেতন থাকতে হবে ৷


কী ভাবে হবেন সচেতন তা নিয়েই আমার আজকের এ পষ্ট ৷ চলুন শূরু করি আজকের এ পষ্টটি ৷

অনলাইনে অনেক বিঙ্গাপনে দেখা যায় অনেক দামি পন্য অর্ধেক দামে , কিংবা অন্য কথাও দেখলেন কনো একটা ওয়েবসাইটের লিংক দিয়েছে ৷ ওটাতে ক্লিক করে ফেসবুকে লগিন করলে পাবেণ হাজার হাজার টাকা ৷
এগুলো সিব প্রতারনা ছাড়া কিছুই নয় ভুলেও এসব ফঁদে পা দিবেন ৷ কনো ট্রাস্টটেড লিংক ছাড়া এসব লিংক এ ক্লিক করা থেকে বিরত থাকুন ৷ হোক সেটা অনেক লোভনিয় জিনিস ৷ তবুও আপনি ঐসব লিংক চাপবেন না ৷
থার্ডপার্টি এপস থেকে বিরত থাকুন ৷ থার্ড পার্টি এপস বলতে যেগুলো কোনো কম্তানির বা লাইসেন্সবিহীন প্রগ্রামার দ্বারা তৈরি ৷ সেসব এপস ইনইস্টল থেকে বিরত থাকুন ৷ আর যেগুলো প্লে স্টরে নেই ওসকল ঐপস তো মোটেও চালাবেন না ৷ কেননা ঐ সকল এপস এ ক্ষতিকারক বাগ ঢুকিয়ে দেয়া থাকে যা আপনার মোবাইলের এবং ডাটা গুলোর জন্যও ওনেক বিপদজনক ৷

ওনলাইনে থাকবেন সাবথানে থাকবেন ৷গুগল অ্যানালাইটিকস,গুগল ড্রাইভ,গুগল,ম্যাপস গুগল,ফটোজ গুগল ফরম ইত্যাদি বিস্বস্ত এপসএর লিংকে চঅপার পুর্বেও একটু ভাবুন ৷ তছাড়াও গুগোল ফরম ভুলেও আপনার পাসওয়ার্ড দিবেন না ৷ কেননা হেকার রা মাঝে মাঝে এসবে পাসওয়ার্ড চায় , আর অনেকেই গুগোল তো ট্রাস্টটেড ভেবে পাসওয়ার্ড দিয়ে দেয় ৷ এই ধারনাটা মনেও সঠিক নয় ৷ কেননা এই গুগোলের ফ্রম গুলো গুগোল নিজে তৈরি , সাধারন কনো মানুষ তৈরি করেছে ৷ তাই ভেবে চিন্তে আপনার বায়োডাটা পুরন করবেন , আর ফুলেও কখনও কাউকে পাসওয়ার্ড দিবেন না ৷
আপার ব্যবহার করা পাসওয়ার্ডের সাথে অবশ্যই শক্ত কনো ভাষা ব্যবহার করবেন ৷ যেমনে :123466 এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না ৷ ১০ ওয়ার্ডের উপরে শক্ত বা স্টং পাসওয়ার্ড ব্যবহার করা ভালো ৷ যেমন: @&$9nl&)9Z


এই ধরনের মিকস পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ৷ তাহলে হ্যকার রা সহজে এই পাসিওয়ার্ড কে ভাংতে পারবে না ৷আপনার পাসওয়ার্ডটিও যদি দুর্বল হয় আজ থেকে অবশ্যই পাসওয়ার্ড পরিবর্তন করে কঠীন পাসওয়ার্ড দিন ৷ আর প্রতি মাসে অন্তত এক বার পাসওয়ার্ড পরিবর্তন করুন ৷
আপনার একটি কঠিন সুরোক্ষাই হতে পারে আপনার পরিবারের অনেক বড় সুরোক্ষা ৷ তাই অনলাইনে যা করবেন সবধানে ভেবেচিন্তে করবেন ৷
ভালো থাকবেন সবসময় আজ এ পর্যন্তই ৷ আল্লাহ হাফেজ ৷ দেখা হবে অন্য কনো পষ্ট এ ৷