দিন দিন বেড়েই চলেছে ইলেকট্রনিকস দ্রব্যাদির চাহিদা ৷ আর এই চাহিদার সঙ্গে তাল মিলাতে প্রযুক্তির সঙ্গে এগিয়ে চলেছে বড় ছোট দেশি বিদেশি সব কোম্পানিগুলো ৷ বাজারে ছাড়ছে বিভিন্ন ধরনের ইলেক্টনিকস দ্যবাদি ৷ বিভিন্ন ধরনের প্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমান বিশ্ব কে তাক লাগিয়ে দিয়েছে এই নেনও প্রযুক্তির জিনিসগুলো ৷
এইযে ধরুন না আপনার হতে যে ফোনটি আপনি ব্যবহার করছেন , সেটি দশ বছর আছে কত বড়ই না ছিলও ৷ তার সাথে আবার ছিলোনা ফোনের সাথে কনও ক্যামেরা , রেডিও এবং ফ্ল্যাশলাইট ৷ একবার ভাবুন তো একটা ফ্ল্যাশলাইট একটা রেডিও এবং একটি কেমেরা কত গুলো জায়গা দখল করে রাখে ? হ্যাঁ , নিশ্চয় ভাবছেন দিন যতো যাচ্ছে প্রযুক্তি ততো উন্নত হচ্ছে ,হুমো ঠিক তেমনই ৷ন্যেনো প্রযুক্তি ধারে ধীরে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে খুবি ব্যবহার যোগ্য হয়ে এসেছে ৷
বিভিন্ন রোবট থেকে শুরু করে আপনার হাতের এই ছোট্ট মোবাইলটিও আজ প্রায় আপনার আঙুলের সমান সাইজের তৈরি হচ্ছে ৷ কি অবাক করা প্রযুক্তি , ভাবতেই কেমন ভালো লাগে ৷ হ্যাঁ আমার মতো যারা প্রযুক্তি প্রেমী রয়েছে তাদের জন্য আজকের আমার এই পষ্টটি ৷ পষ্টটিতে থাকছে চমৎকার খুবি ছোট্ট ফোনগুলো ৷ তো কথা আহ বড় না করে দেখে নেয়া যাক ফোনগুলো কেমন হবে ৷
মোবাইলটি দুই দশমিক চার ইঞ্চি লম্বা, এক দশমিক ১৮ ইঞ্চি প্রশস্ত এবং শূন্য দশমিক ৬৫ ইঞ্চি পুরু।
খুবি ছোট্ট এই ফোনটির ওজন ৩১ গ্রাম প্রায় ৷ রেডিও, শূন্য দশমিক তিন এমপি ক্যামেরা, ব্লুটুথ, তিন দশমিক পাঁচ এমএম অডিও জ্যাক ও এক ইঞ্চি টিএফটি ডিসপ্লে রয়েছে ছোট্ট এই ফোনটিতে৷ আপনি চাইলে পছন্দ মতো ভিডিও গান সহ দেখতে পরবেন এই ছোট্ট ডিভাইস এ ৷
সাথে ইচ্ছে মতো গেমস ও খেলতে পারবেন ৷ রয়েছে Java ইন্সটল দেয় সুবিধে ৷
তাছাড়াও ডি-স্পেলের কালারিং এবং সাউন্ড কোয়ালিটি খুবি ভালো ৷ যদিও উপরের ফোনগুলো খুবি ছোট তবুও অনেক উপকারী এই ফোনগুলো ৷
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বেশ মানিয়েছে ফোনগুলোকে ৷ সামনে অবশ্য হয়তো আরও ভালো এবং এর থেকে আরও ক্ষুদ্র ফোন আসবে বাজারে ৷ তবুও এই ফোনগুলোই অনেক ক্ষুদ্র এবং অনেক সুন্দর দেখতে ৷
এইযে ধরুন না আপনার হতে যে ফোনটি আপনি ব্যবহার করছেন , সেটি দশ বছর আছে কত বড়ই না ছিলও ৷ তার সাথে আবার ছিলোনা ফোনের সাথে কনও ক্যামেরা , রেডিও এবং ফ্ল্যাশলাইট ৷ একবার ভাবুন তো একটা ফ্ল্যাশলাইট একটা রেডিও এবং একটি কেমেরা কত গুলো জায়গা দখল করে রাখে ? হ্যাঁ , নিশ্চয় ভাবছেন দিন যতো যাচ্ছে প্রযুক্তি ততো উন্নত হচ্ছে ,হুমো ঠিক তেমনই ৷ন্যেনো প্রযুক্তি ধারে ধীরে বৃদ্ধি পেতে পেতে বর্তমানে খুবি ব্যবহার যোগ্য হয়ে এসেছে ৷
বিভিন্ন রোবট থেকে শুরু করে আপনার হাতের এই ছোট্ট মোবাইলটিও আজ প্রায় আপনার আঙুলের সমান সাইজের তৈরি হচ্ছে ৷ কি অবাক করা প্রযুক্তি , ভাবতেই কেমন ভালো লাগে ৷ হ্যাঁ আমার মতো যারা প্রযুক্তি প্রেমী রয়েছে তাদের জন্য আজকের আমার এই পষ্টটি ৷ পষ্টটিতে থাকছে চমৎকার খুবি ছোট্ট ফোনগুলো ৷ তো কথা আহ বড় না করে দেখে নেয়া যাক ফোনগুলো কেমন হবে ৷
নাম্বার ১: তিনি টি-২ (ক্ষুদ্রাকৃতির মোবাইল)
ফোনটির প্রতিষ্ঠাতা জাংকো কোম্পানি , যা বেশ জনপ্রিয় একটি কোম্পানি ৷মোবাইলটি দুই দশমিক চার ইঞ্চি লম্বা, এক দশমিক ১৮ ইঞ্চি প্রশস্ত এবং শূন্য দশমিক ৬৫ ইঞ্চি পুরু।
খুবি ছোট্ট এই ফোনটির ওজন ৩১ গ্রাম প্রায় ৷ রেডিও, শূন্য দশমিক তিন এমপি ক্যামেরা, ব্লুটুথ, তিন দশমিক পাঁচ এমএম অডিও জ্যাক ও এক ইঞ্চি টিএফটি ডিসপ্লে রয়েছে ছোট্ট এই ফোনটিতে৷ আপনি চাইলে পছন্দ মতো ভিডিও গান সহ দেখতে পরবেন এই ছোট্ট ডিভাইস এ ৷
সাথে ইচ্ছে মতো গেমস ও খেলতে পারবেন ৷ রয়েছে Java ইন্সটল দেয় সুবিধে ৷
No 2:Elari NanoPhone C
বেশ জনপ্রিয় এই ফোনটি ভারত এর তৈরি হয়েছে ৷ অনেকেই একে আবার ছোট্ট পিপড়া বলে ডাকে ৷ আসলেই তো ডাকবেই বা না কেনও ৷ খুবি ছোট্ট এই ফোনটি , যার জন্যই এই পিপড়া নাম রাখা হয়েছে ৷ ফোনটিতে হয়েছে ১ ইঞ্চি লম্বা দশমিক ১০ ইঞ্চি প্রশস্ত এবং শূন্য দশমিক ৬৯ ইঞ্চি পুরু ডি-স্পেলে সাইজ ৷ এর ওজন মাত্র ৩০ গ্রাম ৷No 3: Sibyl Elari Nanophone
অন্য ফোনের থেকে এটি একটু স্মার্ট টাইপের আরকি ৷ ছোট্ট এই ফোনটিতে চার্জ ধারণ ক্ষমতা রয়েছে অনেক ৷ এক চার্জ প্রায় ১৩ ঘণ্টার মতো যায় এই ছোট্ট ফোনটিতে ৷ অনেক ছোট্ট হওয়ায় আঙুলের মাঝখানে রাখলে কেউই বোঝতেই পারবে না যে কনও ফোন আছে আপনার হাতে ৷ অসাধারণ পারফোনমেন্স দেয় এই ফোনটি ৷ গুগোলে রেটিং দেখলেই বোঝা যায় ৷তাছাড়াও ডি-স্পেলের কালারিং এবং সাউন্ড কোয়ালিটি খুবি ভালো ৷ যদিও উপরের ফোনগুলো খুবি ছোট তবুও অনেক উপকারী এই ফোনগুলো ৷
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বেশ মানিয়েছে ফোনগুলোকে ৷ সামনে অবশ্য হয়তো আরও ভালো এবং এর থেকে আরও ক্ষুদ্র ফোন আসবে বাজারে ৷ তবুও এই ফোনগুলোই অনেক ক্ষুদ্র এবং অনেক সুন্দর দেখতে ৷
0 Comments