আপনার ওয়েবসাইট টিকে কীভাবে এন্ড্রয়েড অ্যাপ বানাবেন ৷ আমি নীরব ইসলাম ৷ আশা করি ভালো ও অনেক সুস্থ আছেন।
আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো ওয়েবসাইটকে এন্ড্রয়েড অ্যাপে রুপান্তর করবেন। এটা মোবাইল এবং পিসি থেকেও করা যাবে।
অনেকেই আপনাদের তৈরিকৃত ওয়েবসাইট টিকে এপস এ রুপান্তর করতে চায় ৷সুন্দর এপসএর জন্য ওয়েবসাইট টিও অনেক মার্কেট পায় অথবা আপনার এই এপস ব্যবহারের জন্যই, আপনার ওয়েবসাইটটিও বেশ জনপ্রিয় হয়ে উঠবে ৷
অথবা দেখা গেলো আপনার অনেক জনপ্রিয় এবং সুন্দর একটা ওয়েবসাইট রয়েছে , যদি ঐ ওয়েবসাইটটির একটি এপস থাকে তবে আপনার বিজনেসটি আরো পপুলার হয়ে উঠবে ৷

apps devlopment


তাছাড়াও বর্তবান সময়ে এন্ডয়েট এপস এর বেশ জনপ্রিয়তা লাভ করেছে ৷অনেকের হাতেই এখন এই এন্ডয়েট ফোন ৷ তাই যদি এই এন্ডয়েট ফোনে প্রয়োজনিয় তথ্য পাওয়া যায় আপনার তৈরি কৃত এপস থেকে টখন কেমনে হবে ৷আপনার উত্তরটি ঠিক এরকম হবে , হ্যা অবশ্যই ভালো হবে ৷ তাই এই বর্তমানের জুগের সঙ্গে তাল মিলাতে আমার আজকের এই পষ্ট ৷ যেটিতে আপনারা জানতে পারবেন কীভাবে কনো প্রকার কোডিং এর ধারনা ছাড়াই তৈরি করা হয় একটি সম্পুর্ন অয়েবসাইট এর এন্ডয়েট এপস৷

apps devlopment

সবচেয়ে বড় সুবিধা হলো এপসটি মোবাইলে ব্যবহারের সহ Play Store এ আপলোড করতে পারবেন ।এপস তৈরি করার এই পদ্ধতিটি অনেক সহজ ৷ শুধু কয়েকটি স্টিপ সম্পর্ন করলেই হয়ে যাবে আপনার নিজের একটি এপস ৷ যা তৈরি করতে সামান্য কিছূ MB এর খরব হবে , যা সম্পুর্ন ফ্রি ওয়বসাইট এ ৷
থানকেবল ওয়েবসাইট এ প্রবেশ করুন ৷ আপনার ফোনে এপস এর icon দেয়ার জন্য একটি আইকন আগেই তৈরি করে রাখুন ৷ যার সাইজ হবে 16*16 px , এটি এপস তৈরির সময় আপলোড করতে হবে ৷ তাছাড়াও আপনার সুন্দর website টি র এপস তৈরি করার জন্য প্রয়োজন একটি সুন্দর background wallpaper ৷ যেটি আপনার তৈরিকৃত এপস কে করবে সুন্দর ও আকর্শনীয় ৷ সর্বপরি নিচের ধাপগূলো অনুসরন করুন:
নাম্বার এক:ওয়েবসাইটের সম্পুর্ন url টি দিন প্রথম url বক্স এ৷
নাম্বার দুই :যে নামে ঐপস তৈরি করবেন সেটির নাম দিন ৷
নাম্বার ৩: কিছুক্ষন আগে যে আইকন তৈরি করেছিলেন ওটা 3rd বক্স এ আপলোড করুন ৷
শেষ ধাপে CREATE MY APP বাটনে চাপুন ৷ ব্যাস হয়ে গেলো আপনার তৈরিকঅত ঐপসটি ৷ এখন আপনার এপসটি বন্ধুদের সাথে শেয়ার করুন ৷

আর হ্যা আপনি চাইলেই আপনার এই এপসটি প্লে স্টোর এ আপলোড করতে পারবেন ৷ সাধারনত প্লে স্টোর এ আপলোড করতে প্রয়োজন হয় একটি প্লে কোনসোন একাউন্ট এর ৷ এ নিয়ে আমার পরবর্তি কনো পষ্ট দিবো , যেটিতে থাকবে কী ভাবে আপনার তৈরিকৃত এপসটি প্লে স্টোর এ আপলোড করবেন ৷ তাছাড়াও বিভিন্ন মার্কেটিং এপস এটি শেয়ার করে অর্থ উপার্জন করতে পারবেন ৷ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ৷