অনেকেই সুনেছেন অনলাইনে বিভিন্ন ভাবে অর্থ আয় করা যায় ৷ কিন্তু কীভাবে সম্বভ ? অনলাইন বা ইন্টার নেটের জগৎ থেকে কী আসলেই অর্থ আয় করা যায় ৷ নাকি সবি প্রতারনা ৷
আমি নীরব অসলাম আছি অপনাদের সঙ্গে আজ কথা বলবো অনলাইনের আয়ের উপায় নিয়ে ৷ আলোচনা করবো অনেক বড় বড় ফ্রিলান্সার দের নিয়ে ৷ যারা অনলাইন বিভিন্ন মার্কেটপ্লেস এ অনেক অর্থ আয় করেছে ৷ কথা বলবো তাদের সাফল্যর ছোট্ট অংশ গুলোর গল্প নিয়ে ৷
কী ভাবে আয় করা যায় ইন্টারনেটে ? মূলত কী ভাবে আয় হয় এটা জানার আগে ইন্টারনেটের আয়ের উৎসগুলো জেনে নেয়া যাক ৷
earn money from online

  1. ইউটিউব থেকে ৷
  2. Adsence থেকে ৷
  3. ফ্রিল্যান্সিং থেকে ৷
  4. ওয়েবসাইট তৈরি করে ৷
  5. ওয়েব ডিজাইন করে ৷
  6. ব্লগিং ৷
  7. অ্যাফিলিয়েট মার্কেটিং ৷
  8. কনটেন্ট রাইটিং
  9. ডেটা এন্ট্রি করে ইত্যাদি
উপরের প্রত্যেক টা কাজই ভিন্ন ভিন্ন আর বিভিন্ন ফ্রিলান্সার রা বিভিন্ন ক্যেটঅগরির কাজ করে থাকে ৷ ধরুন আপনি ওয়েবসাইট ডেভলোপ এ পারদর্শি ৷ আপনি ওটার দিকেই ভালোমতো ফোকাস দিলে ওখান থেকে অনেক উপার্যন করা সম্ভব ৷
earn money from online

এসব শিখতে লাগবে অনেক ধর্য এবং অনেক প্রাকটিস ৷ আসুন আলোচলা করা যাক এগুলো নিয়ে ৷

ইউটিউব থেকে

আজকাল ইউটিউব এ মিউটেশন্স ঊডসেন্স এপ্রুভাল পেলেই অনেক ভালো আর্ন করা যায় ৷ যদিওবা সাইটটিতে asence বা মিউটেশন্স পেতে অনেক পরিশ্রম করতে হয় তবুও কিছু কষ্ট কহলেই এ সাইট থেকে অনেক অর্থ আয় করা সম্ভব ৷ নতুন নতুন টেকনোলোজি আপডেট নিয়েও তৈরি করতে পারেন ভিডিও ৷ আর সেগূলো ইউটিউবে আপলোড করে আপনি আয়ের একটা উপায় পেতে পারেন ৷ তছাড়াও এ ধরনের সাইটটি তে বিশেষ সুবিধা রয়েছে ৷

Adsence থেকে

বর্তমানে ইন্টারনেটের আয়ের অন্যতম প্রধান উৎস হলো google asence ৷ আপনার নিজেস্ব কনো ওয়েবসাইট থাকলে নেমে জেতে পারেন অনলাইন এ অর্থ উপার্যনের মাধ্যম এ ৷ প্রায় কয়েক বিলিয়ন অয়বসাইট রয়েছে যেগুলো কে এডসেন্স দিয়েছে google ৷ এবং এবং ঐ ওয়েবসাইট গুলো আয়ও করছে অনেক মটা অংকের টাকা ৷ আপনি চাইলেই সহজেই এ আর্নিং উপায়এ যোগ দিয়ে দেখতে পারেন ৷
আমার সাজেস্ট মতে অনলাইন এর ইনকাম এর সর্বপ্রথম ও সহজ উপায় এই Google Adsence৷

ফ্রিল্যান্সিং থেকে

এই ফ্রিল্যান্সিং সফট সম্পর্কে অনেকেই জানেন ৷ আশা করি আপনারাও জানেন ৷ আচ্ছা বুঝিয়ে বলি ৷ অনলাইনে বিভিন্ন কাজ রয়েছে আর এই ফ্রিল্যান্সিং কম্পানিটি আপনাদের কাছ থেকে ৷ অনেকেই কাজ করে চলছে এই ওয়েবাইটটিতে ৷ বিভিন্ন কাজের সামহার বলা চলে এই ফ্রিল্যান্সিং সাইট ৷ আপনি যে বিষয়ে পারদর্শি ঠিক সে বিষয়েই কাজ খুজে পাবেন ফ্রিল্যান্সিং এই সাইট থেকে ৷
earn money from online

ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েব ডিজাইন করে ৷

ওয়েবাইট তৈরি করা পেশা হিসেবে বেছে নিতে পারেন ৷ কেননা এ কাজের বর্তমানে অনেক ভ্যেলু রয়েছে ৷ রয়েছে অনেক বিদ্যমান কাস্টমারের চাহিদা ৷ যেমন চহিদা ঐ অনুযায়ি কাস্টমার কে ওয়েব ডিজাইন করে দিলেই আপনিও পাবেন অনেক পারিশ্রমি ৷ অয়েব ডিজাইন করে বর্তমানে অনেক ফ্রিলান্সার রা অনেক টাকা ইনকাম করছে ৷

কনটেন্ট রাইটিং

এই যে দেখুন না আমি কনটেন্ট রাইটিং লিখছি ৷ আপিনি এই যে লিখাটি পড়ছেন আমি তা লিখেছি ,এটাই মুলত কনটেন্ট রাইটিং ৷ আপনারাও এ পেষাটি বেচে নিতে পারেন ইন্টঅরনেটের আয় হিসেবে ৷ বর্তমানে অনেক ওয়েবসাইটগুলোর কনটেন্ট রাইটিং এরি চাহিদা রয়েছে ৷ আর ইংরেজি কনটেন্ট রাইটিং হলে তো আর কথায় নেই , ব্যপক চাহিদা এসব রাইটিং এর ৷ আপনারা অনেক সাইট বা লেখকের কাছে হয়তো কনটেন্ট রাইটার দের ইনকাম সম্পর্কে শুনে থেকেছেন ৷ কনো কনো কনো আবার প্রতি পষ্টের জন্য দুই হাজার এর ও বেশি টাকা পেমেন্ট করে থাকেন ৷বেচে নিতে পারেন আপনারাও এই কনটেন্ট রাইটিং সস্টেমটি ,আমার মতো ৷ যদিওবা বাংলা কন্টেন্ট এহ তেমন ভ্যলূ নেই তবে এক সময় বাংলা এ কন্টেন্ট লখাগুলোর অনেক চাহিদা হবে ৷