অনেকেই ফোন সিমকার্ড ব্যবহার করে কথা বলে ৷ কিন্তু সাধারনত সিম কার্ড ব্যবহার করে কথা বলার খরচ একটু বেশি হয় ৷ এর থেকে কম খরচ এ কথা বলার জন্য এখন অনেকেই অনলাইনে বিভিন্ন কলিং এপস ব্যবহার করে থাকেন ৷ কিন্তু দেখা গেলো কনো কনো এপস ডাটা বেশি পরিমান খরচ করে থাকে ৷ আবার কনো এপস এ সিকিউরিটির পরিমান খুব দুর্বল ৷

calling apps


আবার কনো এপস মাঝে মাঝে সরকার থেকে বন্ধ করে দেয় ৷ তখন বিকল্প এপস ব্যবহার করার প্রয়োজন পড়ে ৷ আজ আমি ঠিক সেইসব কোলিং এপস এর কথা বলবো যেগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল সাউন্ড পারাপার করে ৷ ভিডিও কলিং এর ক্ষত্রেও অনেক সুন্দর ঝকঝকে ও পরিষ্কার পারফামেন্স দিবে ৷ তাছাড়াও এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই কলিং এপসগুলো , অনেক সিকিউর এবং সুন্দর সাউন্ড কোয়ালিটি ভয়েস ট্রান্সফারের জন্য ৷
শুরু করি আজকের এই কোলিং নিয়ে সুন্দর পষ্টটি ৷

নাম্বার ১: Facebook Messenjer

অনেক চেনাজানা এপসটি আজ সবার কাছে পরিচিত ৷ সুন্দর কোয়ালিটিফুল সাউন্ড ট্রান্সফারের জন্য বেশ জনপ্রিয় এই এপসটি ৷ তাছাড়াও এপসটিতে রয়েছে নাইট ভার্সন ও আই প্রোটেকশন্স ব্রাইটনেস ৷ যা রাখবে আপনার চোখকে অনেক সুরক্ষিত ৷ অন্যদিকে কয়েক হাজার ইমুজি এবং স্টিকারস যা বন্ধুদের সঙ্গে ট্যেক্স বার্তাও পাঠানো যাবে ৷

অন্যদিকে ভিডিও কলে কথা বলার সুবিধাও রয়েছে ৷ যদিওবা লো নেটওয়ার্কে একটু স্লৈ কাজ তরে তবুও ভিডিও কয়ালিটি অনেকটা পরিষ্কার ৷ আপনারা ব্যবহার করতে পারেন , বন্ধুদের সাথে ফুল HD কোয়ালিটির ভিডিও কোলিং এর সুবিধা ৷ তাছাড়াও বিঙ্গাপন বিহীন অসাধারন এই এপসটি আপনারা প্ল স্টোর অ পাবেন ৷ সেখান থেকে চাইলেই install দিয়ে অপেন করে নিতে পারেন ফুল এইচডি কলিং এর সুবিধা , খুব কম ডাটা খরচ করে ৷

নাম্বার ২ :Google Duo

গুগোল মানেই সুন্দর সার্ভিস ৷ অনেকেই জানে , কথাটি অসলেই সর্তি ৷ কেননা গুগোলের প্রতিটি সার্ভিসই হয় অনেক প্র লেবেল ঐর এবং এডস ফ্রি ৷ চলুন অপসটির রিভিউ নিয়ে কথা বলা যাক ৷ এপসটি বর্তমানে বেশ জনপ্রিয় হওয়ার কারন হলো এর ফুল HD ভিডিও কোয়ালিটি ৷ অনেকেই এক দেশ থেকে অন্য দেশে তাদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলে থাকেন ৷ হ্যা , বন্ধূরা তাদের জন্য বেশ সুন্দর ও গুছানো এই এপসটি ৷ তাছাড়াও রয়েছে বেশ জনপ্রিয় ইমুজি ৷ অনেক সুন্দর এই সভটওয়্যারটি আপনারা কম্পিউটার বা ডেস্কটোব এও ব্যবহার করতে পারবেন ৷

এন্ডয়েটের জন্য প্লে স্টোর এ গিয়ে সার্চ দিন Google DUO লিখে ৷ ব্যাস পেয়ে যাবেন এপসটি ৷ সেখান থেকে ইনস্টল দিয়ে ওপেন করে আপনার নাম্বার ভেরিফাই করে চালাতে পারবেন এই এপসটিকে ৷

No 3: Skype

অনেক পুরাতন এই এপসটি বেশ জনপ্রিয়তা পেয়েছে অধিক পরিমান সিকিউরিটি ব্যবহারের জন্য ৷ বেশ সিকিউরটিফুল এই এপসটি বর্তমানে অনেক জনপ্রিয় হওছে ৷ ডাটা সেভের ও অনেক বেশি পরিমানের সিকিউরিনি ও ডাটা এনক্সিপ্ট এর জন্য আপনার সব তথ্য থাকবে লুকায়িত ৷

তাছাড়াও এপসটিতে বেশ জনপ্রিয় ফিচার রয়েছে ৷ আপনি চাইলেই আপার মোবাইল এর পাশাপাসি ডেক্সটোব এ চালাতে পারেন এই সুন্দর এপসটিকে৷ আপনি ডাটা খরচ করে ডাইরেক্ট সিম কার্ড এ কোল করে কথা বলতে পারবেন ৷ তবে কিছূটা বাড়তি চার্জ দিতে হবে আরকি ৷ তবে বেশ সুন্দর সাউন্ড কয়াটিলি এবং বেশ সুন্দর লেগেছে আমকে এই এপসটিকে ৷ আমার মতো সবাইকেও ভালো লাগবে এপসটিকে আশা করি ৷ এপসটি আপনারা প্লে স্টোরে পাবেন এন্ডয়েটের জন্য ৷
পষ্টটি ভালো লেগেছে আশা করি ৷ আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ৷