অনলাইনে বই পড়ার জন্য চমৎকার একটি এন্ডয়েট এপস, Pdf ফাইল ও পড়া যাবে অফলাইনে
অনেকেই অনলাইনে বই পড়তে অনেক বেশি অগ্রহি হয়ে থাকেন ৷ বই পড়ার জন্য রয়েছে play store এ হাজারো রকমের এপস ৷ রয়েছে বিভিন্ন ক্যটাগরির নাইট ভার্সন সহ আইপ্রটেকশন্স ফিচার ৷ ঠিক সেরকমি আজ আমি হাজির হয়েছি চমৎকার একটা এপস নিয়ে ৷ যটার রয়েছে অনেক বেশি ফিচার ৷ রয়েছে নাইট ভার্সন ৷ যাতে করে বেশিক্ষন ধরে মোবাইল এ বই পড়লে চক্ষের ক্ষতি না হয় ৷ রয়েছে নেট লাইব্রেরি সিস্টেম ৷ রয়েছে হাজারো pdf ফাইল পড়ার সুবিধা ৷ এই ঐপসটির সর্টকার্ট আইকন গুলো আমাকে অনেক ভালো লেগেছে ৷ তাই আপনাদের মাঝে আজ শেয়ার করতে বসলাম আমার এই ছোট্ট পষ্টটি ৷ তো বন্ধুরা এবং বড় ভাইরা চলুন পষ্টটি শুরু করা যাক ৷



প্রথমেই এতসটি ডাউনলোড করে নিন ৷

এপসটির নাম হলো Moon+ Reader চমৎকার এই এপসটি ডাউনলোড করতে Play Store এ সার্চ করুন Moon+ Reader ৷ অথবা এখানে চেপে ডাউনলোড করুন ৷

ডাউনলোড হয়ে গেলে এপসটি অপেন করুন ৷ আপনি চাইলেই আমার নিচের দেওয়া মোবাইল এর স্কিনসর্ট গুলো ফ্লো করতে পারেন ৷
এপসটি অপেন করার পর মেনু টুল অথ্যাৎ উপপের কর্নারে তিন ডট বাটনে চাপলে অনেকগুলো অপসন্স আসবে ৷


ওখান থেকে My Files এ চাপুন ৷ দেখুন আপনার ফোনের SD কার্ড এ চলে যাবে ৷ আপনার SD থেকে কাঙ্খিত Pdf ফাইলটি সিলেক্ট করে পড়তে পারেন ৷ এই Pdf পড়ার সিস্টেমে পাবেন নাইট ভার্সন , ব্রাইটনেস কমা অথবা বাড়ানোর সুবিধা আরো রয়েছে চাইল্ড লোক করার সুবিধা



এপসটি অপেন করার পর মেনু টুল অথ্যাৎ উপপের কর্নারে তিন ডট বাটনে আবার চাপুন ৷My Self নামের এটকা লিখা আছে ৷ ওখানে চাপলেই আপনার SD কার্ড এ সব প্রকার pdf ফাইলগুলো লাইব্রেরির মতো কভঅর সহ সাজানো থাকবে ৷ এই ফিচার টা আমাকে অনেক ভালো লেখেছে ৷ অনেক এপ এ যদিওবা এই চমৎকার ফিচারটি থাকে না ৷ আমার এটা অনেক সুন্দর একটা স্টাইল মনে হয়েছে ৷ এখান থেকে যে কনো ফাইলএ চ পলেই আপনঅর pdf ফাইলটি অপেন হয়ে যাবে ৷
বুঝলেনই তো নাকি কী সুন্দর একটা মনকড়া ডিজাইন ৷

চলুন আরো বাকি ফিচারগুলো দেখে নেয়া যাক ৷

এপসটির মূল আকর্শন হলো NET Library অপশন্সটি ৷
আপনারা এপসটি অপেন করার পর মেনু টুল অথ্যাৎ উপপের কর্নারে তিন ডট বাটনে বা লিখাতে চাপলেই NET লাইব্রেরি লিখাটি দেখতে পাবেন ৷



ওখানে চাপলে একটা নিচের স্কিনের মতো অপেন হবে ৷ আপনি চাইলেই আপনঅর পছন্দের ওয়েবসাইট এর লিংকটি দিয়ে গো চেপে আপনঅর কাঙ্খিত ওয়েবসাইটটির সব বইগুলো পড়তে পারবেন ৷সুন্দর আরো বিভিন্ন ওয়েবসাইট এর লিংক এড দেয়া আছে ৷

আপনারা চাইলেই এই বুকমার্ক এ Save থাকা url গুলো ব্রাউজ করতে পারবেন এবং সুন্দর বইগুলো পড়তে পারবেন ৷




তাছাড়াও সুন্দর এই এপসটিতে রয়েছে DAY Theme এবং Night Theme এর ব্যবস্তা ৷ রয়েছে Font গুলো ছোট এবং বড় করার সুবিধা ৷ pdf গুলো অপেন করলে পাবেন অনেক সর্টকার্ট আইকন ৷ যার মাধ্যমে আপনার পোড়ার সময়কে করে দিবে আরামদায়ক৷ আর আই প্রটেকশন্স এর চমৎকার ফিচারটি চোখকে দিবে সুরক্ষা বিভিন্ন রঙের রশ্নি থেকে ৷


তাছাড়াও আপনঅর বন্ধুদের সঙ্গে বইগুলি শেয়ার করতে পারবেন এই এপস থেকে ৷ মেনু টুল থেকে সেন্ড এবং রিসিফ এ চেপে বন্ধুদের সঙ্গে সুন্দর বইগুলো শেয়ার করা যাবে ৷ বই পড়ার মুহুর্ত টা হোক অনন্দময় এবং অনেক সুন্দর এই প্রত্যশায় আমার কাম্য বলেই তো এতক্ষোন ধরে পষ্টটি লিখলাম আপনাদের জন্য ৷
তো আর সময় নষ্ট করার কী দরকার এখন থেকে আপনার প্রিয় ফোনটাতেই সময় না নষ্ট করে পড়ালিখা চালিয়ে যেতে পারেন ৷ তো বন্ধুরা অনেক বকর বকর করলাম আজ ৷ দেখা হবে এবং কথাও হবে অন্য কনো পষ্ট এ ততোক্ষন ভালো থাকবেন ৷




বাংলা তে pdf ভার্সনের বইগুলো পড়তে সাধারনত একটু আধটী ঝামেলা পোহাতে হয় ৷ কিন্তু এই এপসটিতে হাজারো বই এবং অনেক চমৎকার ইন্টারফেস ওয়ালা ফন্ট যুক্ত আছে ৷ যাতে আপনারা সহজেই হাজারো রকমের বই এবং pdf ফাইলগুলো পড়তে পারবেন ৷ বিশেষ করে শিশু উপযোগি এবং তাদের শেখানো নিয়ে হাজারো বই এবং pdf এর সমহার রয়েছে এখানে ৷ তাছাড়াও রয়েছে সুন্দর সার্চ বার , যেখানে কনো শব্দ থেকে শুরু করে বিশেষ বিশেষ টাইটেল , বিষয়ভিত্তিক সার্চ সহ প্রকাশকের নামগুলো নিমিষেই খুজে নিতে পারবেন ৷
আচ্ছা একটু কিছু যুগ পিছিয়ে যাই , তখন বিশ্বসাহিত্য কেমন ছিলো ? সেই সময় মূলত চলত পাঠশালা গুলো ৷ অনেক বেশি পরিমান মানুষ বই পড়া নিয়ে ব্যেস্ত থাকত ৷ পাঠশালার পরবর্তিতে হলো লাইব্রেরি ৷ যেখানে রয়েছে হাজারো বইয়ের সমহার ৷ কিন্তু আধনিক যুগে কই বা তা সম্ভব হলো ৷ হাজারো কাজের ভিয়ে বই পড়া যাদের হয়না তারা pdf পড়েই সাহিত্য চর্চা করতে পারবেন ৷ তাছাড়াও আপনি বইটি বা পিডিএফ ফাইলটি কত পার্সেন্ট পড়েছেন , আর কত দিনের সময়ের মধ্য পিডিএফ ফাইলটি পড়ে শেষ করতে পারবেন তঅর লিস্ট রয়েছে এখানে ৷
তাছাড়া যে ফাইলগুলো সাপর্টো করে এপসটিতে যেমন pdf,fb2,zip,OPDS ইত্যাদি ফাইলগুলো সাপোর্ট নেয় ৷ চাইলেই পড়তে পারেন গল্পের বই , প্রবন্ধ , কবিতা অন্যান্য সুন্দর ও চমৎকার বইগুলো ৷ আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেয়া যাক ! সবচেয়ে বেশি পড়া হয় কন বইগুলো ৷ সবচেয়ে বেশি ডাউনলোড হয় মূলত শিশুদের শিক্ষামূলক ম্যেগাজিনগুলো ৷ যা চমৎকার হাস্যমুলক হয় ৷