প্রথমেই প্লে স্টোর থেকে Webmaster এপস টি নামিয়ে নিন ৷ ইনস্টল দেয়া হয়ে গেলে ওপেন করুন ৷ এপসটিতে রয়েছে ৫ টি লেঙ্গুয়েট সাফোর্ট সুবিধা ৷ এবং সরাসরি এপসটি তে লাইভ রান করে দেখার সুবিধা ৷

কী কী লেঙ্গুয়েজ সাপোর্ট করে এপসটিতে ?

  1. HTML
  2. JavaScript
  3. Css
  4. Php
  5. txt
  6. And 5 Other Etc. Language
তো চলুন দেখে নেয়া যাক এপসটিতে যেভাবে ল্যেংগুয়েজগুলো লিখবেন এবং সেইভ করবেন :

No 1 :HTML

মোবাইলে HTML কোড লিখার জন্য কিংবা ফরমেটটি সরাসরি রান করে দেখার জন্য অসাধারন এই webmaster এপসটি ৷
তাছাড়া আপনাআপনি HTML সাজেস্টর হিসেবে অনেক কোড সো অরবে আপনার সামনে ৷ যদি প্রয়োজন মনে হয় তাতে চাপলেই কোডটি অটো টাইপ হয়ে যাবে ৷ এতে আরো বড় সুবিধা হলো নিচের বারটিতে ওপেনিং টেগ সোর্টকার্ট এবং ক্লৈজিং টেগের সর্টকার্ট বাটন রয়েছে ৷

রয়েছে CSS এড করার জন্য id এবং class বাটন ৷ অসাধারন সুবিধা পাবেন এই webmaster এপসটিতে HTML কোডিং করার জন্য ৷

No 2 :JavaScript

জাপাস্কিপ্ট হলো HTML বা ওয়েবসাইট তৈরি করার প্রান যাকে বলে আরকি ৷ দেখা গেলো এই JavaScript রান করার জন্য আপনারা অনেক ধরনের স্যাফটয়্যার ব্যবহার করেন ৷

কিন্তু যেগুলোতে একটু আধটু লেগিং করে আরকি ৷ আর আজকের আমার এই পষ্ট এ JavaScript রান করার গন্য আর লেগিং এর প্রয়োজন বোধ করতে হবে না ৷ অসাধারন স্টাইলে করুন JavaScript প্রগ্রামিং ৷ এই এপসটি প্রগ্রামিং করার জন্য আমার কাছে অনেক সুন্দর একটি এপস ৷ এর সোর্টকার্ট আইকন গুলো অসাধারন লেগেছে আমাকে ৷ দেখুন সর্টকার্টে অপেনিং এবং ক্লৈজিং টেগ ছাড়াও রয়ছে কমার আর আইকনগুলো ৷ যাতে সহজেই অনেক কম সময়ে দ্রুতগতিতে কোডিং করতে পারবেন ৷ সে হিসেবে এই চমৎকার এপসটি আপনাকে অনেক সাহায্য করবে ৷ আরো সাহায্য করবে সহজেই কোডটি রান করার জন্য ৷ রান করতে সবুজ আইকনটিতে ক্লিক করলেই আপনার তৈরিকৃত JavaScript কোডটি রান হবে ৷

No 3: Css

HTML কে সুন্দর করে কালারফুল করার জন্য প্রয়োজন CSS ৷ CSS মানেই হলো একটু কালার আর একটু সুন্দর্য বৃদ্ধি আরকি ৷

অনেকেই css এর জন্য বিভিন্ন ধরনের এপস ব্যবহার করে ৷ সে হিসেবে আজকের আমার এই এপসটি অসাধারন কাজের একটি এপস ৷ এক এই এপসেই আপনারা অনেক ল্যাংগুয়েজ রান করাতে ও লিখতে পারবেন ৷ সাথে আপনার তৈরিকৃত কোডিং গুলোও ফাইলে সেইভ করে রাখতে পারবেন ৷ তাছাড়াও রয়েছে অনেক সুন্দর আনডু ও রিডু বাটন ৷

No 4 : Php

ইন্টারনেটের যুগে প্রায় অনেক ওয়েবসাইট ওই এই php ল্যাংগুয়েজ দিয়ে তৈরি হয়ে থাকে ৷

wordpress থেকে শুরু করে আরো অনেক কম্পানিগুলো php ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরে করতেছে ৷ এজন্যই দিন দিন php এর কদর বেড়েই চলেছে ৷ আপনারাও নিশ্চই এ ল্যাংগুয়েজ রান বা ফাইলে সেইভ করার জন্য বিভিন্য ধরনের ত্রেপস ব্যবহার করেন ৷ আজ আপনাদের এই এপসটিও ভালো লাগবে কেমনা এতো রয়েছে সর্ট কার্ট আইকন এবং ফাইলে সেইভ করে রাখার সুবিধা ৷ আপনারা নিশ্চই এই সুবিধাগুলো নিতে চান ! উত্তর যদি হয় ,হ্যা অবশ্যই ৷ তাহলে আর দেরি কিসের এখুনি নেমে পড়ুন php এরা কোডিং করার জন্য webmesrter এই পসটি ৷

No 5 :txt

আপনার কাঙ্খিত লিখাগুলো মেমোরিতে সেইভ করে রাখার জন্য অনেকেই ব্যবহার করেন এই টেক্স ফাইলটি ৷
বা অনেকেই এটিতে চিনে থাকেন ৷ আপনার লিখাগোলো সুন্দর ভাবে সেইভ করে রাখা যায় মেমোরি কার্ড এ ৷আপনারা চাইলেই চালিয়ে দেখতে পারেন ৷ আর হ্যা অবশ্যই প্রতিটি ফাইল কাজ করা সেশে সেইভ করে রাখবেন ৷

ফাইলগুলো সেইফ করতে কর্নার তিন ডট বাটনে চাপুন দেন ৷ দেন Save As লিখাতে চাপুন ৷ আর কোন ফরমেটে সেইভ করবেন ওটা লিখুন ৷ ব্যাস সেইভ বাটনে চাপুন ৷



HTMLতাছাড়া এই এপসটিতে রয়েছে সুন্দর ইন্টারফেস এবং অনেক ঠান্ডা থিমস ৷
রয়েছে হাজারো কোডিং সাজেশন্স এর সমহার ৷ সহজেই


অাজকাল অনেক জনপ্রিয় হয়েছে এন্ডয়েট এপস এর ব্যবহার ৷ আপনার ব্যবস্যার প্রসার বাড়াতে প্রয়োজন একটি এন্ডয়েট এপস, যার জন্য আপনাকে জানতে হবে প্রোগ্রামিং ভাষাগুলো জানতে হবে ৷আজকাল বিভিন্ন ক্যেটাগরির ওয়েবসাইট, প্রোডাক্টের বিজনেস এর প্রসারনের জন্য প্রয়োজন হয় এন্ডয়েট এপস থেকে শুরু করে Windows এর এপস এর ৷ আর এসব এপস তৈরি করতে হলে প্রয়োজন হয় প্রোগ্রামিং ভাষাগুলো ৷

ইচ্ছে করলেই অনলাইন এ বিভিন্ন শেখর মাধ্যম যেমন :w3school java tutorial,Php Tutorial, ওয়েবসাইটগুলোতে গিয়ে HTML ,java,php এর language সহ হাজারো প্রগ্রামিং ভাষা শিখতে পারবেন।

এবং পরিশেষে আপনিও নিজেই যেরকম মন চায় ঠিক তদূপি এন্ডয়েট মোবাইল app অথবা  apk ফাইল বানাতে পারবেন ।পরবর্তিতে বড় কনো প্রতিষ্ঠানের কনো এপস তৈরি করে দিয়ে টাকাও আয় করতে পারবেন।


আচ্ছা অনেকেই প্রশ্ন করে
<h3>প্রোগ্রামিং ভাষা শিখে কি লাভ হবে ?</h3>


আপনারা কখনো হয়তো Google যে কনো কিছু সার্চ করলে অনেক গুলো ফলাফোল ওয়ালা ওয়েবসাইট দেখতে পান ৷ যে ওয়েবসাইটগুলো তৈরি হয়েছে এই প্রগ্রামিং ভাষাগুলো ব্যবহার করে ৷ Play Store এর কথাই আসুন ৷ যেখানে রয়েছে কয়েক লাখ লাখ এবং বিলিয়ন এন্ডয়েট এপস ৷ এই এপসগুলো মূলত কী ভাষা দিয়ে তৈরি হয়েছে বলুন তো ! উত্তরে বলবেন অবশ্যই xml এবং c++ তাইতো ৷ হ্যা ঠিক তদূপি , এই এপসগুলো প্রগ্রামিং ভাষা ব্যবহার করেই তৈরি হয়েছে ৷ আরেকটা প্রশ্ন অনেকেই করেন তা হলো যে, যেই ব্যেক্তি বা Devloper গুলো এই এন্ডয়েট apps গুলি বানাচ্ছেন পরবর্তীতে play store দিয়ে আমাদের ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে দিচ্ছেন, তাদের কি কনো লাভ হচ্ছে ?


অবশ্যই লাভ হচ্ছে , কেননা এপসগুলোতে ads বসানো থাকে ৷